শিক্ষা এক নীরব দীপ্তি
সুবীর কুমার ঘোষ
শিক্ষা শুধু পুঁথির ভিতর সীমাবদ্ধ নয়,
তা বিস্তৃত জীবনের প্রতিটি চলার পথে।
যেখানে জ্ঞান নত হয় বিনয়ের কাছে,
সেখানেই মানুষ গড়ে নিজস্ব উচ্চতা।
শিক্ষক দেখান সঠিক পথের দিশা,
তাঁর হাত ধরে বদলে যায় ভবিষ্যৎ।
একটি বাক্য, একটি দৃষ্টি, এক অনুপ্রেরণা—
মুছে দেয় অজস্র ভ্রান্তির গোপন ছায়া।
শিক্ষা দেয় ভাবতে, জানতে, চেনাতে,
অন্ধ আনুগত্য নয়, বিবেকের দীপ্তি।
বর্ণে নয়, বোধে ঘটে জাগরণের উন্মেষ,
জন্ম নেয় প্রশ্ন, আর জেগে ওঠে সত্য।
শ্রদ্ধায় মাথা নত হয় শিক্ষকের সামনে,
তার অনুপ্রেরণায় অন্তরে জাগে চেতনার প্রদীপ।
শিক্ষা নিজেই এক নিরব দীপ্তির নাম,
যা আলোকিত করে জগতের সকল মন।
******************
সুবীর কুমার ঘোষ
১৫০/১৩ নতুন গ্রাম রোড
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা!!
Comments
Post a Comment