শিক্ষক
বিপ্লব রায়
আঁধারের ভেতর জ্বালান আলোর প্রদীপ,
চেতনায় দেন জ্ঞান, নৈতিকতার দিশা।
শিক্ষক মহিমায় ভরে ওঠে রূপসী পৃথিবী,
প্রতিটি বাণী তাঁর অমৃতের আশা।।
পাঠশালার ছায়ায় গড়ে ওঠে জীবন,
শব্দে শব্দে বাজে জ্ঞানের নূপুর।
খুঁজে দেন কঠিন প্রশ্নের মধুর সমাধান,
অন্ধকার সরায়ে দেখান পথ, সঠিক সুর।।
শিক্ষা কেবল নয় পুঁথির পরিধি,
এ যে মানবতার অন্তহীন গান।
শিক্ষকের হৃদয়ে আছে সত্যের দীপ্তি,
যা বদলায় সমাজ, বদলায় প্রাণ।।
শিক্ষক বিনা জীবন যেন মরুভূমি, শূন্য।
তিনি দেন উর্বরতা, জীবন হয় সুখধাম, পূর্ণ।।
=============
বিপ্লব রায়
রাধানগর, নাঙ্গুলপাড়া, হুগলী
Comments
Post a Comment