মোবাইল থেকে দূরত্ব ও পুস্তককে কাছে আনার চেষ্টা
গঙ্গা ‘অনু’
পরিবর্তিত সময়ে, শিশু এবং
প্রাপ্তবয়স্করা মোবাইল ফোনে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে, ফলে বই থেকে দূরত্ব বাড়ছে। এই প্রবণতা
পরিবর্তনের জন্য, পূর্ব
মেদিনীপুর জেলা গ্রন্থাগারগুলি একটি বিশেষ উদ্যোগ শুরু করেছে। কৌশল এই জেলার ১১৮টি
গ্রন্থাগারে পাঠকের সংখ্যা বৃদ্ধি এবং শিশুদের আবার বইয়ের কাছে আনার জন্য পদক্ষেপ
নেওয়া হচ্ছে। আগে পরিবারগুলি গল্প বলে শিশুদের পড়াশোনায় উদ্বুদ্ধ করত, কিন্তু এখন ব্যস্ত জীবনযাত্রার কারণে
অভিভাবকরা শিশুদের চুপ করে রাখার জন্য মোবাইল ফোন দেন। এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে,
গ্রন্থাগারে শিশুদের পাঠ্যপুস্তক এবং
আকর্ষণীয় বই সরবরাহের উপর জোর দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, নতুন অনুষ্ঠানের মাধ্যমে পাঠকদের আকৃষ্ট করার
পরিকল্পনা রয়েছে।
শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে দাবা প্রশিক্ষণ
চেস ফর চেঞ্জ প্রকল্পের আওতায় ঝাড়গ্রাম জেলার রঘুনাথপুর কিরণবালা প্রাথমিক বিদ্যালয়ে দাবা প্রশিক্ষণ শুরু হয়েছে। এখানে প্রাক্তন কমনওয়েলথ চ্যাম্পিয়ন অতনু লাহিড়ি শিশুদের দাবা খেলার কৌশল শেখাচ্ছেন।
—_—-------_—------
Writer – Ganga
‘Anu’
Call – 8420341322
WhatsApp & call – 9874474446
Profession – Journalist, Content
writer in newspapers and
magazines
Comments
Post a Comment