নষ্ট
শুভ্রকিশোর বিশ্বাস
চক্ষুলাভের বান্দা তো নই আমরা, সুদর্শনা তোমার চরম বিস্ময়।ভোগ্য যতই ক্ষুধার্ত হও ওষ্ঠে রঙিন নেশার ক্রেডিট তত বাড়বে।
প্রতিরোধের ভাষায় শোনাও আস্থা, সুকৌশলে ঘর বেঁধে দাও গন্ডি,
আমার ফেরার পলেস্তারা ঝুরঝুর, বিকেলগুলো চুম্বন কি সস্তায়?
বুকের মধ্যে সারমেয় সব নীলচে, দন্তে খোঁজো স্খলনের গল্প-
রক্তে বাজে জয়ধ্বনির সালসা, জ্যোৎস্না যেন মরণকুহক বৃত্ত।
এমনি করে ঠাসবুনটের গল্পে, ভ্যাম্পায়ারের পাখনা মেলার ফন্দি।
নোনা ভাষায় সমস্ত ক্ষয় ফুসফুস, তুমি কেন এমন নেশার পথ বাও?
==============
শুভ্রকিশোর বিশ্বাস
গ্রাম+ পোস্ট - ভায়না
পিন-৭৪১৫০২
জেলা -নদীয়া
Comments
Post a Comment