আমি এক ছাপোষা মানুষ
সুমিত মোদক
তুমি আমাকে যাই বলো ,
তোমরা আমাকে যা ইচ্ছা বলো ,
কোনও কথা কানে তুলবো না ;
শুনবো না কোনও কথা …
কথা বলা তো বহু দূরের ব্যাপার ;
কোথায় কার ঘর-বাড়ি লুট হলো !
পুড়িয়ে দিলো !
খুন হলো !
নারী- শরীর খুবলে খুবলে খেলো !
মন্দির ভাঙলো !
প্রতিমা ভাঙলো !
দখল করে নিলো পূর্ব পুরুষের ভিটে-মাটি !
তাতে আমার কি যায়-আসে !
আমি তো ভালোই আছি ,
সুখে আছি দানের পাত্র হাতে নিয়ে ;
দূরবিনে চোখ রাখার পর থেকেই দেখছি
দূরের , বহু দূরের ঘটনা প্রবাহ ;
সে কারণে আশেপাশের কিছুই আর
দৃশ্যগোচর হয় না ;
তোমাকেও দেখছি না ,
তোমাদেরও দেখছি না ;
কি আনন্দ , আমাকেও দেখতে পাচ্ছি না ;
এবার ভাবছি , একটা শব্দ-যন্ত্র নেবো ;
বহু দূরের শব্দ শুনবো ;
কাছের কোনও আওয়াজ শুনবো না ;
তুমি যতই আওয়াজ তোলো,
তোমরা যতই চিৎকার করো ,
কানে পৌঁছবে না ;
আমি এক ছাপোষা মানুষ ;
গোলেমালে
তালেগোলে
সময়ের সঙ্গে স্রোতের মতো চলি ;
তালের সঙ্গে তাল মিলিয়ে কথা বলি ;
আর নিজের স্বার্থ রক্ষা হলেই হলো ;
দেশ কোথায় গেলো ,
রাজ্য কোথায় গেলো ,
কোথায় গেলো মানুষ ,
মনুষ্যত্ব , বিবেক , বোধ , ধর্ম …
কি হবে জেনে !
কি হবে পুরানো ইতিহাস টেনে !
নুঙে পড়া মেরুদণ্ড সোজা করে
মান-হুষ হওয়ার ইচ্ছাটা আর নেই ,
প্রয়োজনও নেই ;
সরিসৃপের মতো জীবনে আনন্দে আছি ,
বেশি জায়গারও দরকার হয় না ;
ছোট ফাঁক ফোঁকর পেলেই গলে যাই ;
তুমি বা তোমরা যা ইচ্ছা বলো , ভাই !
যা ইচ্ছা বলো …
আমার কেবল আমারটুকু পেতে চাই ;
পেয়েও যাই…
——————
সুমিত মোদক , সোনাঝুরি , পোঃ দিঘির পাড় বাজার , দক্ষিণ চব্বিশ পরগনা , পিন : ৭৪৩৫০৩ , পশ্চিমবঙ্গ , ভারত ।
Comments
Post a Comment