অঞ্জনা গোড়িয়া (সাউ)
ঢং ঢং ঢং ওই শোনা যায়,
বাজছে স্কুলের ঘন্টা।
ডাকছে দেখো করুণ সুরে,
রয় না ঘরে মনটা।
পাড়ার যত ছোট্ট শিশু
এসো প্রাথমিক স্কুলে।
বিনাবেতনে শিক্ষা পাবে,
কষ্ট যাবে ভুলে।
সঙ্গে পাবে মিড ডে মিল,
ডিম সোয়াবিন আলু।
গরম ভাতে ডালটা মেখে
খাচ্ছে স্কুলের লালু।
পুষ্টিকর খাবার পাবে,
মনের সুখে বই পড়বে।
খেলাধূলা পিটি শিখবে।
সুশিক্ষায় মানুষ হবে।
খিদে পেলে খাবার পাবে
সঙ্গে জুতো জামাও পাবে।
খেলাচ্ছলে পড়ার মাঝে
ভালোবাসায় ভরিয়ে দেবে।
সরকারী যত প্রাথমিক স্কুল
ভালোবাসায় ভরিয়ে রাখে।
আয়রে ছুটে আয়রে সবাই
জ্ঞানের বিকাশ প্রাথমিকে।
Comments
Post a Comment