অশোক দাশ
শিক্ষা আজ বিক্রি হচ্ছে
বিকিকিনির হাটে,
মূল্যবোধ মানবিকতা যাচ্ছে হারিয়ে
লালসার পুঁজির সংকটে।
রাক্ষস আজ খাচ্ছে গিলে
রক্ত -মাংস -হাড়,
খাচ্ছে গিলে মস্তিষ্কের
উৎকর্ষতার সার।
সরকারি শিক্ষাঙ্গন আজ
দুর্নীতির আখড়া,
নিয়ন্ত্রণে রাজনীতির চাটুকার
অসৎ মন্ত্রী -আমলা।
হাজার কোটির প্রতারণা
শিক্ষা দপ্তর এখন কারাগার,
রাজপথে যোগ্য শিক্ষকের
চোখের জলে কান্না হাহাকার।
খুন- ধর্ষণ -বলাৎকারে
অলঙ্কিত শিক্ষাঙ্গন,
বিঘ্নিত নিরাপত্তা, স্বজন-পোষণে
কলঙ্কিত আইনের শাসন।
=================
অশোক দাশ
ভোজান, রসপুর ,হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
Comments
Post a Comment