উপহাসের শিক্ষক দিবস
✍️সুমিতা চৌধুরী
শিক্ষক দিবসের জলসায় আজ অতীত কথন শুধুই,
বর্তমানটা যে পরিকাঠামোহীন।
মিড ডে মিলের হাঁড়িতে ফোটে চক-বোর্ড-ডাস্টার,
শিক্ষা আজ হতদরিদ্র হচ্ছে দিন থেকে দিন....
রাজপথে আস্তানা গেড়েছে শিক্ষকরা,
রোজই সেখানে লাথি-লাঠির বর্ষা নামে....
আদালতের ফরমান আসে-যায়,
দিনবদলটা আবদ্ধ আজ এক মুখবন্ধ খামে!
রোদ-জল-ঝড়ে লাশ গোনে জীবন,
খিড়কি দোর খোলা থাকে শব পাচারে...
"শিক্ষক" আজ অযাচিত এক শব্দবন্ধ,
নতুন অভিধানে শিক্ষার স্থান ভাগাড়ে!
সরকার হাত গোটাচ্ছে, বন্ধ হচ্ছে স্কুলের ঝাঁপ,
মল খুলছে বেসরকারী প্রতিষ্ঠান...
শিক্ষক দিবস উপহাসের ডালিতে সাজানো
আজ এক অতীত আখ্যান!!
==============
Sumita Choudhury
Liluah, Howrah
Comments
Post a Comment