"আমার চোখে চণ্ডী প্রাথমিক"
কার্ত্তিক মণ্ডল
ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের গৌরবময় উজ্জ্বল ইতিহাস নক্ষত্রের ন্যায় জ্বলজ্বল করে জ্বলছে আমাদের চোখের সামনে আজও। ফেলে আসা দিনগুলোর ইতিহাস লিখতে গিয়ে আমি অভিভূত,আমি গর্বিত।স্বাধীনতার ঠিক পর মূহুর্তে ১৯৪৮ সালে তদানিন্তন সরকার বাহাদুরের বদান্যতায় ভূপতি সীট মহাশয়ের ভূমি দানে ও বাসুদেবপুর গ্রামবাসীর শুভ প্রয়াসে চণ্ডী মাতাঠাকুরানীর নামাঙ্কিত ধনেশ্বরপুর চণ্ডী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে যা শিক্ষার আঙিনায় এক উজ্জ্বল নক্ষত্র।বহু ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে মাননীয় শিক্ষক রামশংকর ভট্টাচার্য মহাশয় হাত ধরে এই বিদ্যালয়টি নিজস্ব মহিমায় মহিমান্বিত। এলাকাবাসীর চেষ্টায় ও তদানিন্তন শিক্ষক ও শিক্ষিকাদের সহযোগিতায় এই বিদ্যালয়টি এখনও স্বমহিমায় মাথা তুলে দাঁড়িয়ে আছে ।কালের স্রোত প্রবাহে বিদ্যালয়ের কলেবরের পরিবর্তন ঘটেছে ,খড়ের চালা থেকে মাটির আবার মাটির দেয়াল টপকে পাকার কাঠামো । আমাদের এলাকার গর্ব পিংলা থানার অন্তর্গত এই প্রাথমিক বিদ্যালয়টি যা কিনা বহু কৃতি ছাত্র ছাত্রিদের পাঠদান কেন্দ্র রূপে পরিচিতি লাভ করেছে ও এখনো উজ্জ্বল সাক্ষী হয় আছে।
এই বিদ্যালয়ে শিক্ষার্থীরা শিক্ষা লাভ করে পরবর্তী কালে স্ব স্ব কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ করেছেন । ডাক্তার, ইঞ্জিনিয়ার,উকিল, অগুনতি শিক্ষক শিক্ষিকা ও সমস্ত ধরনের পেশাতে এমনকি অনেকে বিদেশেও পাড়ি জমিয়েছে । এদের কয়েক জনের নাম না উল্লেখ করলে এই স্বরণিকা অসম্পূর্ণ থেকে যায়। এদের মধ্যে উল্লেখযোগ্য ডঃ সুদীপ্ত সীট মেদিনীপুর মেডিক্যাল কলেজের প্রফেসর, ডঃ সেক মিনহাজউদ্দিন সিরাজ হাট বিশেষজ্ঞ কলকাতা মেডিক্যাল কলেজ, সেক দানিসার আক্তার ক্যান্সার গবেষক ভাবা রিসার্চ সেন্টার ডঃ সাত্যকি ঘোষ সার্জিক্যাল অর্থ তমলুক মেডিক্যাল কলেজ ডঃদীপক মাইতি চক্ষু বিশেষজ্ঞ রিজার্ভ ব্যাংক কাজ করেছেন এছাড়া আরও অনেকেই। এই ছোট্ট পরিসরে সবার নাম উল্লেখ করা সম্ভব নয়। যাদের নাম উল্লেখ করতে পারা গেল না তারা সবাই আমাদের হৃদয়ে গচ্ছিত থাক চিরদিন।এই বিদ্যালয়ের গর্বের ছাত্রী শ্রেয়সী ভূঞ্যা ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষায় পশ্চিমবঙ্গে অষ্টম স্থান অধিকার করেছে যা কিনা অনন্য।এই বিদ্যালয়ের উন্নতি সাধনে বহু প্রথিতযশা শিক্ষক শিক্ষিকা গন তাদের অবদান রেখে গেছেন যেমন রবিদাশ বাবু অধীর বাবু তবে স্বনামধন্য প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর অধিকারী মহাশয়ের নাম উল্লেখ না করলে এই বিদ্যালয়ের উজ্জ্বল অধ্যায়ের দিক গুলো ঢাকা পড়ে যায় ।এই বিদ্যালয়টি আগামী দিনেও একই ভাবে এলাকাবাসীর মনের মনিকোঠায় মনিমুক্তা হয়ে থাকুক এই প্রত্যাশা রেখে চণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের গৌরব গাথার ইতি টানছি।
Comments
Post a Comment