পরীক্ষা আমি দিইনি কোনোদিনই
গৌতম ঘোষ-দস্তিদার
পরীক্ষায় আমি কোনোদিন ভাই টুকিনি
তবু রেজাল্ট বেরোলে আমিই প্রথম হতাম
লিখত বসে স্যারগুলো সব আর যে দিদিমণি
শুধু বছর-শেষে প্রাইজগুলো সব নিতাম
পরীক্ষা-হলেই কোনোদিন আমি ঢুকিনি
কলেজ যাবার টাইম্টা কবে পেতাম
মস্ত নেতা আমার মামনী, বাবাও করে মস্তানি
ছাত্রনেতা আমিও শুধু পার্টি-অপিশ যেতাম
ইস্কুলেও তো পরীক্ষা আমি দিইনি কোনোদিনই
হেডস্যারকে উল্টে আমি ঘেরাও করেছিলাম
মাস্টার যদি হোমওয়ার্ক দিত, দিতাম বকুনি
এবার হব শিক্ষামন্ত্রী, এখনই বলে দিলাম

Comments
Post a Comment