রথীন পার্থ মণ্ডল
১. ভাঙা মন, ভাঙা জীবন
ভাঙতে ভাঙতে এখন
ভেঙে যায় সময়
ভেঙে যাই নিজে
এমনকি ভেঙে পড়ে নিজের মন
আসলে ভাঙার হলে এমনিতেই
সব কিছুই ভেঙে যায়
ভেঙে যায় রেখে যাওয়া সম্পর্কগুলোও
যা গড়তেই কেটে যায় কত জন্ম
সত্যি বলছি,
ভেঙে যাওয়া দেখতে দেখতে
ভাঙনের গল্প শুনতে শুনতে
কখন যে একাকীত্ব
গ্রাস করে নেয় আমায়
তা বুঝতেই কেটে যায় জীবন।।
২. মাঝদরিয়া
রাত্রির বুক চিরে নেমে আসে মেঘ
তোমার ভালোবাসা মাখা হাতের স্পর্শে
একদিন ভেঙেছিল ঘুম।
ঘুম ঘুম চোখে দেখেছিলাম
তারাদের আনাগোনা,
তুমি তো ছিলে আমারই পাশে
হাতে হাত রেখে...
দমকা হাওয়ায় নিভে গেল সব
অন্ধকারে তোমার হাত হাতড়াতে হাতড়াতে
মাঝদরিয়ায় ভেসে চলি
কিনারার খোঁজে।
===========
রথীন পার্থ মণ্ডল
শশীভূষণ বোস রোড
রাধানগর পাড়া
পূর্ব বর্ধমান
৭১৩১০১
Comments
Post a Comment