অমিত কুমার রায়
ছোট্ট দীপু উমা অপু
প্রশ্ন করে আমায়
কাদা ছোঁড়াছুঁড়ি হলে
লাগে সাদা জামায়?
সাদা ধুতি সাদা জামা
পরে তোমরা থাকো
চুরির কালি লাগলে গায়ে
কি দিয়ে তা ঢাকো?
চেঁচামেচি করি যদি
তোমরা চোখ রাঙাও
তর্কাতর্কি করো যখন
কতো বিতর্কে জড়াও
তারবেলা?
আমরা যখন কাঁচের গ্লাস
ভাঙি কোনো খানে
তোমরা তখন ধমক ছাড়ো
ভাঙার জানিস মানে?
আমরা বলি ভাঙছো স্বাস্থ্য
মদ আর ধূমপানে
স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর লেখা
ঠাকানো বিজ্ঞাপনে।
ভেজাল খাবার ভেজাল ওষুধ
তোমরা বানাও সুখে
আমরা খেয়ে মরছি ভুগে
রোগে এবং দুখে।
শেখাও বুলি সত্য কথা
বলা নাকি ভালো
তোমরা বড় আছো যারা
মিথ্যা জাগাও কালো?
আমরা শিশু ফুলের মতো
কুঁড়ি থেকে হচ্ছি ফুল
তোমরা শিক্ষা নিচ্ছ দিচ্ছ
বতর্মানে সবই ভুল।
তোমার দেখে শিখব শিশু
আদর্শে হও বড়
আমরা তবেই জগত জুড়ে
হবো সমব্যথী।
============
অমিত কুমার রায়
ঝিখিরা হাওড়া ৭১১৪০১
Comments
Post a Comment