স্বাধীন হবো কবে ।। তীর্থঙ্কর সুমিত - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

স্বাধীন হবো কবে ।। তীর্থঙ্কর সুমিত

 ভারতের জাতীয় পতাকার তিন রং

স্বাধীন হবো কবে 

তীর্থঙ্কর সুমিত


স্বাধীন মানে স্বাধীনতা
আদৌ কি স্বাধীন 
বীর শহীদের স্বপ্নগুলো
আজও পরাধীন।

চোখের কোণে জল ঝরে যায়
রক্তে ভেজা শহর
গ্রামগুলো আজ মাটির খোঁজে 
শেকড় ছেঁড়ার বহর।

মায়ের আঁচল আজও ছেঁড়া
সুভাষ তোমার কোলে
ক্ষুদিরামের গলার ফাঁসে
স্বাধীনতা ঝোলে।

আজকে দেখো স্বাধীন দেশে 
অধীন আমরা সবে 
বলতে পারো ভারত মাতা
স্বাধীন হবো কবে?


====================

তীর্থঙ্কর সুমিত
মানকুণ্ডু, হুগলী  

No comments:

Post a Comment