সাবধান ।। গোবিন্দ মোদক - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

সাবধান ।। গোবিন্দ মোদক

থালা নয় ভাত খায় বড়ো এক গামলায়!

সাবধান!

গোবিন্দ মোদক 


শ্যামলাল নাম তার বাড়ি সেই শামলা-য়,

থালা নয় ভাত খায় বড়ো এক গামলায়!

গদাধর নাম তার থাকে সেই বনগাঁয়, 

মাঝ রাতে জেগে উঠে কালোয়াতি গান গায়! 

ইছা হক্ নাম তার বাড়ি সেই ইছাপুর,  

দুপুরের খর রোদে ছাদে করে ঘুরঘুর! 

জনসন নাম তার ছিল নাকি জমিদার, 

ফুটো-কড়ি নেই তবু বড়ো বড়ো কথা তার!

গুপীনাথ নাম তার আছে বড়ো-সড়ো গোঁফ, 

গোঁফেতে বড়শি বেঁধে মাছেদের দেয় টোপ! 

পীর আলি নাম তার বাড়ি ছিল পীরতলা, 

বরাতে জোটে রোজ কিল, চড়, কানমলা!

সনাতন নাম তার বাড়ি সেই শোনডাঙা, 

সারাদিন ঘুমায় সে চোখ দুটো তাই রাঙা! 

ভূতনাথ নাম তার চলাফেরা ভূতুড়ে,

কাছে গেলে সবাইকে দেয় কাতুকুতু-রে!

সাবধানে থাকো তাই এদেরকে এড়িয়ে,

বাড়ি থেকে দূরে থাকো এসো খুব বেড়িয়ে!

_______________________________


গোবিন্দ মোদক। 

সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা। 

রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া। 

পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103





No comments:

Post a Comment