ডুবে গেছে সূর্য
ইমরান খান রাজ
ভেঙে গেছে স্বপ্ন
নিভে গেছে আলো,
দূর আকাশে তারার ভীড়ে
তুমি থেকো ভালো।
ডুবে গেছে সূর্য
হারিয়ে গেছে হাসি,
চাইলেও পাবে না কাছে
ভালো নাহি বাসি।
মিটে গেছে চাওয়াগুলো
ফেলে আসা নীড়ে,
খুঁজে আর নাহি পাবে
হাজারের ভীড়ে।
===============
ইমরান খান রাজ
গ্রামঃ সাতভিটা, পোস্ট অফিসঃ নারিশা-১৩৩২, উপজেলাঃ দোহার, জেলাঃ ঢাকা, বাংলাদেশ।
No comments:
Post a Comment