প্রিয়কবি সুকান্ত
বদরুল বোরহান
কিশোর কবি সুকান্ত,
কম বয়সে বিদায় নেবে
এ কথা কি কেউ জানতো?
ক্ষুধার রাজ্যে পৃথিবীটা
পুরোই এখন গদ্যময়,
লুটেরাদের জীবন-যাপন
আগের মতোই পদ্যময়।
তোমার লেখায় পূর্ণিমার চাঁদ
ঝলসানো এক রুটি হয়,
পৃথিবীতে তোমার মতোই
কারও দ্রুত ছুটি হয়।
কিশোর কবি সুকান্ত,
এখন এসব মানলেও, তা
আগের দিনে কি মানতো?
------------
বদরুল বোরহান
জাপান গার্ডেন সিটি
আদাবর, মোহাম্মদপুর
ঢাকা-১২০৭
No comments:
Post a Comment