তুমি বড়ো পাগল যে ।। সাবিনা খাতুন - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

তুমি বড়ো পাগল যে ।। সাবিনা খাতুন

পুরুষ পিছন থেকে


তুমি বড়ো পাগল যে!

সাবিনা খাতুন 


কারোর চলে যাওয়াতে
   কারোর জীবন থেমে যায় না যে!
আর কারোর চলে যাওয়াতে,
কেউ মরে যায় না নিজের জীবন নিজেকে চালাতে 
তাই তো তার নিজের জীবনকে
    নষ্ট করে দিয়েছে,সে বড়ো স্বার্থপর 
যারা এত ধরে তোমাকে বড়ো করেছে , 
   যারা মানুষের মতো মানুষ করেছে 
তোমার লজ্জা করলো না 
     তাদের কে ধোঁকা দিতে তুমি পাথর?
তুমি তাদের কথা ভাবলে না 
  তাদের কি হবে, তুমি যাকে ভালোবাসো
সে তো কবে তোমাকে ছেড়ে চলে গিয়েছে
   তার জন্য নিজেকে শেষ করলে
তুমি ধোঁকা নয় তার থেকেও বড় পাগল।
 তুমি কি ব্যর্থ কারোর দূরে যাওয়া থেকে 
 তোমার কি কোনো মূল্যে নেই।
তোমার জীবন কে তোমার হিসেবে চলতে হবে,
হাজার জন আসবে আর চলে যাবে।
এই পৃথিবীতে একা থাকতে এসেছি,
কিন্তু সময়ের সঙ্গে হাজার বন্ধু বানিয়ে ফেলেছি‌।
তাই বলে এই নয় যে তোমার জীবন তার ভিতরে,
যদিও বা হয় তাহলে জীবন তোমার কাছে 
   রাখতে শুরু করো যে।

================

সাবিনা খাতুন 
বাড়ি -বকুল তলা 
পোস্ট অফিস -বকুল তলা 
থানা -রায়দিঘী 
জেলা -দক্ষিন 24 পরগনা 
বক্ল- মথুরাপুর 2 
পিন নম্বর -743349

No comments:

Post a Comment