বিমলারা ।। মাখনলাল প্রধান - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

বিমলারা ।। মাখনলাল প্রধান

বিমলারা 


মাখনলাল প্রধান


বারবার ডেকেও সাড়া পাচ্ছিলাম না । ভাবলাম ঘরে কেউ নেই । চারদিক যেন আলকাতরা মাখানো , কী পিকুলিয়ার পাবলিক রে বাবা !  গরিব হলে কি এরকম পাথুরে কয়লার প্রাচীরে ঘেরা বস্তিতে বাস করতে হয় ?  বাড়িঘরের একটুও নিশানাও বোঝার উপায় নেই । বাড়িতে আছে না  কোথাও চলে গেছে । অনেকক্ষণ হাঁকাহাঁকির অপেক্ষা করে করে শেষ চেষ্টা করতে হল । আপন মনে বললাম - ক'টা টাকা দেওয়ার ছিল , এখন আমি কাকে দিয়ে যাই । যাকগে,  ফিরেই যাই ।

প্রান্তিক শ্রেণির মহিলা

ঝড়াস করে ঝুপড়ির মুখটা খুলে গেল । অতর্কিত শব্দে বুকটা ধড়াস করে উঠল । ভাল করে দেখলাম, একটা রোগা-হাড় জিরজিরে লম্বা প্রাণী বোধহয় অন্ধকারে নড়েচড়ে এগিয়ে আসছে । অশরীরীর মতো দেখে একটু কেঁপে উঠলাম ।  বলল - বিমলারে খুঁজতেছেন বাবু ?
একটা অদ্ভুত কণ্ঠস্বরের সঙ্গে যেন এই প্রথম পরিচয় হচ্ছে ‌ । সাহস করে বললাম - বিমলা কোথায় ?
তেমনি ভাঙা ভাঙা গলায় , দারিদ্র্যের কারণে হতে পারে , উত্তর দিল - বিমলা হাসপাতালে বাবু ।  বিমলার খুব ব‍্যামো হইছে বাবু । ডাক্তার বইলছে অনেক টাকার দরকার ।
বললাম - আমি হাসপাতাল থেকেই এসেছি ।
শুনেই লোকটা অন্ধকারে মধ্যে কোথায় যে মিলিয়ে গেল । ডেকেও আর সাড়া পাওয়া গেল না ।
পরদিন সকাল সকাল গেলাম সেখানে । লোকটাকে ধরতেই হবে । চালাকি আমি ধরে ফেলেছি । পালানোর আগে পৌঁছনো দরকার । গিয়ে দেখি সেখানে কেউ নেই । এমনকি সেই ঝুপড়িটাও । আশ্চর্য , ম‍্যাজিকের মতো  ভ‍্যানিস হয়ে গেল !  আমি নিজের চোখে যদি না দেখতাম , তাহলে না হয় মানতাম । খোঁজ নিয়ে কাছাকাছি থাকা কজনকে  পেয়ে জানতে চাইলাম - কখন পালিয়ে গেল ?
তারা অবাক হয়ে বলল - কার কথা বলছেন ? কে পালিয়েছে ?
- এখানে যে ছিল । বিমলার বর ।
-কে বিমলার বর ? কী বলছেন ?
- আরে ভাই এখানে যে ঝুপড়িটা ছিল , সেটা রাতের মধ্যে কোথায় হাওয়া হয়ে গেল ?
একজন বলল - এটা তো খেলার মাঠ । এই তো বটগাছ তিন পুরুষের । এখানে ঝুপড়ি কোথা থেকে আসবে ? স্বপ্ন দেখে উঠে এসেছেন নাকি ?
বটগাছ তো ছিল । ঠিক তার পাশে , আমি অনেকটা সময় এখানে ঘুরে ঘুরে দেখেছি । আমি কি ভুল দেখলাম ? সত্যি কথা বাড়ির কোনো চিহ্ন তো এখানে নেই । ব‍্যাপারটা কেমন ধাঁধার মতো মনে হচ্ছে ।
আবার রাতের বেলায় গেলাম । আমি কি সত্যিই ভুল দেখেছি ? এই তো সেই ঝুপড়ি । আজ যেন একটু দেখতে পাচ্ছি ।  কোথা থেকে এল ঝুপড়িটা ? কিন্তু আশেপাশের বাড়িঘর নেই কেন ?
ডাক দিলাম - আরে ও বিমলার বর । আয় বে্রিয়ে আয় , তোকে আজ ছাড়ব না ।
এবার স্বয়ং বিমলা হাসতে হাসতে বেরিয়ে এল - কাকে ডাকতিছেন বাবু ? বাবুগো --
যাকে নিজের হাতে দাহ করে এসেছি । আমি ভূত-ফুত মানি না । আমি লাফ দিয়ে জাপটে বিমলাকে ধরতে গেলাম । অমনি একটা হাওয়া আমাকে শূন্যে উড়িয়ে নিয়ে গেল ।
কোথায় নিয়ে গেল কী হল জানি না ।
জ্ঞান ফিরে দেখলাম হাসপাতালে শুয়ে আছি । বিমলা যেই বেডে ছিল সেটা নয়তো ! আমি শিউরে উঠলাম । বিমলারা খুব সোজা পথের নয় ।
ডাক্তার বললেন - আপনার ইকো-কাড়িওগ্ৰাম করাতে হবে ।  সাবধানে থাকুন ।



==============
Makhanlal pradhan
Sukantapally, boral
Kol-700154

No comments:

Post a Comment