দুটি কবিতা ।। গৌতম সমাজদার
রূপতরী
পিছনে ফিরে তাকাই- শিক্ষা নিই,
মন ভারাক্রান্ত করি না,
অতীতের জমে থাকা ধুলো-
ফু-দিয়ে ফুৎকারে ওড়াই,
শরীরে লাগাই না।
অতীতের ভালো লাগা মুহুর্ত গুলো,
ইতিহাসের পাতায় বন্দী করি,
মনের জানালা খোলা রাখি না।
অতীতের মনখারাপ করা সন্ধ্যাগুলো-
গোধূলির সূর্যালোকে হারিয়ে,
বর্তমান রচনা করি।
তোমার জন্য হে রূপতরী
রূপসাগরে ভাসিয়ে,
বর্তমান কে নিংড়ে নেওয়া-
ভবিষ্যতের উজ্জ্বল দিনের খোঁজে থাকি।
চিত্রঃ সংগৃহীত
স্বাধীনতা সংগ্রামী
স্বাধীনতার পর থেকে আমি---
একটা মানুষ খুঁজছি।
মাঠ থেকে রাজপথে,
আলপথ থেকে অলিতে গলিতে,
সভা- সমিতি, মিছিলে!
খুঁজেছি ধর্ম মহাসভায়,
খুঁজেছি নবীদের, মৌলবীদের আসরে,
মন্দিরে, মসজিদে, গীর্জায়---
হন্যে হয়ে খুঁজেছি!
না হিন্দু, না মুসলমান, না ক্রিশ্চান,
একটা গোটা মানুষ খুঁজছি।
সবশেষে পেলাম সেই বুড়োটাকে!
বুড়োটা আবর্জনার স্তূপে ফেলে রাখা---
জাতীয় পতাকা নিয়ে, অস্ত্রের অবয়বে---
পদযাত্রায় মেতেছে আসমুদ্র হিমাচল।
===============
Goutam Samajder, 22/86 Raja Manindra Road, kol-37
No comments:
Post a Comment