কবিতার সাথে আলাপ ।। মোহিত ব্যাপারী - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

কবিতার সাথে আলাপ ।। মোহিত ব্যাপারী

মন খারাপ


কবিতার সাথে আলাপ

মোহিত ব্যাপারী


কবিতার সঙ্গে আলাপ হল যবে
প্রেমে পড়লাম তার।
আমার সকল কথা মন দিয়ে সে শোনে।
আমার কথা শুনতে শুনতে কখনো
ক্লান্ত হয় না সে।
আমার যত সুখ দুঃখ মান অভিমান
এক লহমায় বলে ফেলি তাকে।
সে কখনো পরনিন্দা পরচর্চা করে না।
কবিতা কখনো আমার বিশ্বাস নিয়ে খেলা করেনি।
কবিতা কখনো আমার বিশ্বাস ভাঙেনি।
কবিতা আমার অনুভূতিটুকু বোঝে।
কবিতা আমার মাইনে কত কোনোদিন জিজ্ঞেস করেনি।
কোনোদিন চাল ডাল তেল নুন আলু পটলের
দাম জানতে চায়নি আমার কাছে।
তার বিরাট বিরাট গাড়ি বাড়ি চাই না।
ইন্সুরেন্স বা মেডিক্লেমও চাই না।
সে শুধু আমায় স্বপ্ন দেখায়।
আমায় সান্ত্বনা দেয়।
আমার ক্ষতে প্রলেপ দেয়।
কবিতাকে না লিখলে তার কিছু যায় আসে না।
তার কথা না ভাবলেও
তার কোথাও কোন অভিমান নেই।
আমারই কেবল মন খারাপ হয়।

====================
MOHIT BAPARI  
VILL - NORTH KANCHDAHA
PO - KANCHDAHA
DIST - NORTH 24 PARGANAS
PIN - 743247

No comments:

Post a Comment