বাংলা ভাষা : বাঙালি
অশোক দাশ
মাটির গভীরে প্রোথিত
শিকড়ের নিবিড় নিরবিচ্ছিন্ন টান
আকাশ ঢাকে বিশাল মহিরুহ
ফুলে- ফলে শোভিত সমৃদ্ধ ।
কূজনে -সুজনে কন্ঠে- কন্ঠে সোচ্চারিত
আজন্ম লালিত ধ্বনিত
আমার ভাষা বাংলা ভাষা।
বেল্লিকের বেলেল্লাপনা এখন উপাস্য
মানুষে- মানুষে বিভাজন
লাঞ্ছনার শিকার প্রিয় স্বজন ।
প্রতিবাদের জেহাদি কণ্ঠ
ক্ষুদিরাম- বিনয়- বাদল- দীনেশ -
মাস্টারদা সূর্য সেন
প্রীতিলতা -কল্পনা- বীনা- মাতঙ্গিনী,
অন্যায় অশুভ অসাম্যের বিরুদ্ধে
সোচ্চার শানিত কলম
রবীন্দ্র- নজরুল- সুকান্ত,
বাংলা ভাষা, বাঙলা -বাঙালি।
কে হে তুমি জল্লাদ?
কে হে তোমরা ভন্ড রাজার
দলদাস -ক্রীতদাস??
রুধিবে কন্ঠ বাংলা বাঙালির!
হঠ্ যাও-- তফাৎ যাও--
শয়তান দুশমন।
বাংলা আমার মা
বাংলা আমার প্রানের ভাষা
বাংলা আমার মাতৃভাষা,
আমি বাংলায় বলি কথা
বাংলায় গাই গান,
এই ভাষাতেই ভুবন জয়ী
রবি ঠাকুর ,এনেছে দেশের সম্মান।
বাংলা বাঙালির রক্তস্নান
শত শহীদের জীবন বলিদান
কোনো কালে হয়নি ব্যর্থ,
ছলনায় যতই খোঁজো স্বার্থ,
সত্যের জয় হবে হবেই অব্যর্থ।
================
অশোক দাশ
ভোজান, রসপুর, হাওড়া, পশ্চিমবঙ্গ, ভারত।
No comments:
Post a Comment