ভারতবর্ষ
নিশান বর্মা
ভারত আমার দেশ
পুণ্যভূমি এথা !
কতশত বীর পুরুষ
জন্মিলো হেথা ।
শতাধিক শহীদ ভালোবেসে
করল জীবন দান,
দেশের সেবায় নিয়োজিত
তারাই দেশের প্রাণ ।
শস্য শ্যামল স্বর্ণভূমি
ভারতবর্ষ মোদের,
যদি করে শয়তানি
উচ্ছেদ করব তাদের ।
দেহে আছে শক্তি
মনে আছে বল,
ভারতরক্ষায় শহীদেরা
করেছেন রক্ত জল ।
===============
নিশান বর্মা
গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর
No comments:
Post a Comment