স্থানান্তর
প্রতীক মিত্র
এগিয়ে তো এসেছি।
আগে যেখানে ছিলাম তার থেকে।
কিন্তু আগে যেখানে ছিলাম
সেটা কি তখনই যাওয়ার ছিল?
কোনটা আগে, কোনটা পরের চক্করে
একদিন দেখি হাতঘড়িটাই হারিয়ে গেছে।
আমার অট্টহাসি কিসের ইঙ্গিত বহন করে জানার আগে
জায়গার আর একটু বদল হয়ে যায়।
আমি আর একটু এগোই।
যদিও গন্তব্য থেকে তখনো পিছিয়ে।
তাছাড়া সময়ের নিরিখে দেখলে
দেরি হয়তো বা দেরি।
কেননা হাতঘড়িটা গেছে হারিয়ে।
স্থানান্তরের এই চক্করে
গোড়াটা, শুরুটা গেছি ভুলে।
তাছাড়া আসা-যাওয়া, যাওয়া-আসা
ইত্যাদির ফাঁকে টের পাইনি
শুধু যে ছিলাম তাই না নয়
এখনো রয়েছি ওই যাত্রাপথেরই ঘোরে।
ফলে কোথায় যাওয়া, কোথা থেকে আসা
নিজে কে, কি ইত্যাদি প্রশ্নগুলো
ততটা গুরুত্ব বহন করে না আর।
এগিয়ে তো গেলাম
কিন্তু এগোনোর কি আদৌ ছিল দরকার?
===================
প্রতীক মিত্র
কোন্নগর
No comments:
Post a Comment