স্মৃতির এ'শহর
বিবেক পাল
কংক্রিটের জঙ্গলে বদলে যাচ্ছে
এ'গঞ্জের ছায়াঘেরা বিস্তীর্ণ বন ভূমি
হারিয়ে গেছে আবাল্য খেলার মাঠ পথঘাট সমভূমি !
হারিয়ে যাচ্ছে নদ নদী
সকাল সন্ধ্যায় পাখিদের কলতান
গৃহপালিত পশুপাখি; কতশত উপখ্যান !
এমন বিধুর দিনে এ'মন খোঁজে
গঞ্জের স্নিগ্ধতা আর মায়ের আঁচলের হলুদের ঘ্রাণ !
-------------------------------
বিবেক পাল
২৯/জীবনানন্দ দাশ সরণি
রবীন্দ্র নগর, শিলিগুড়ি
ডাকঘর--রবীন্দ্র সরণি, শিলিগুড়ি
পিনকোড--৭৩৪০০৬
জেলা----দার্জিলিং
No comments:
Post a Comment