স্মৃতির এ'শহর ।। বিবেক পাল - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

স্মৃতির এ'শহর ।। বিবেক পাল

রাতের শহর

স্মৃতির এ'শহর 

বিবেক পাল


কংক্রিটের জঙ্গলে বদলে যাচ্ছে 
এ'গঞ্জের ছায়াঘেরা বিস্তীর্ণ বন ভূমি
হারিয়ে গেছে আবাল্য খেলার মাঠ পথঘাট সমভূমি  !

হারিয়ে যাচ্ছে নদ নদী 
সকাল সন্ধ্যায় পাখিদের কলতান
গৃহপালিত পশুপাখি; কতশত উপখ্যান !

এমন বিধুর দিনে এ'মন খোঁজে 
গঞ্জের স্নিগ্ধতা আর মায়ের আঁচলের হলুদের ঘ্রাণ !

-------------------------------

        বিবেক পাল
২৯/জীবনানন্দ দাশ সরণি 
রবীন্দ্র নগর, শিলিগুড়ি 
ডাকঘর--রবীন্দ্র সরণি, শিলিগুড়ি 
পিনকোড--৭৩৪০০৬
জেলা----দার্জিলিং

  

No comments:

Post a Comment