আজ আর কদর নেই ।। সতুচট্টোরাম - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

আজ আর কদর নেই ।। সতুচট্টোরাম

আজ আর কদর নেই

সতুচট্টোরাম


চলছে সভা চলছে শলা 
করছে সবাই পণ,
স্বাধীনতা আজ মূল মন্ত্র 
কঠোর সবার মন।

বৃটিশ শাষণ ভাঙতে হবে
গড়তে হবে দেশ,
গেলে যাক না তাদের প্রাণটা 
দেখবেই তারা শেষ।

তারা যে বীর তারা মহান 
নাই যে তাদের ভয়,
বিপ্লবের এক উগ্র মেজাজ
করবেই তারা জয়।

উচ্ছল প্রাণে স্লোগান গানে
স্বাধীন করার রব,
আকাশ বাতাস কেঁপে উঠল 
কাঁপল বৃটিশ সব।

তাদের যুদ্ধে তাদের দানে
স্বাধীন দেশটা পাই, 
আজকের যুগে তাদের ত্যাগের 
আর যে কদর নাই। 

.....................


সতুচট্টোরাম 
9C, Baishnabghata Lane
PO : Naktala 
Kolkata 700047




No comments:

Post a Comment