বর্ষা ।। অঙ্কিতা পাল (বিশ্বাস)
চারিদিকে জল থৈ থৈ,
অবিরাম ঝড়েই চলেছে..........
আকাশের ঘন কালো মেঘে
দেখা যাচ্ছে না নীল নীলিমা,
মন বসে না ঘরেতে -
ভিজতে ইচ্ছা করে জলকণার সাথে।।
যেমন হাঁসের দল
জলে ভেসে বেড়ায়,
তারা পাখনা মেলে
বৃষ্টির সাথে খেলা করে।।
পুকুরের টইটুম্বুর জলে
বয়ে চলেছে কচুরিপানার দল।
আহা ! ছেলের দল হই হই করে
ফুটবল খেলবি চল।।
ওই যে ওই গাছটায় -
পথের ধারে কী অপরূপ
সাদা ফুলের উপর;
যখন বৃষ্টি ফোঁটা পরে
কি চমৎকার তার বাহারি শোভা।
ছাদে থাকা হলুদ গোলাপী
রেন লিলি গুলো ও মাথা দোলায়।
পিচ্ছিল পথ ঘাট চ্যাটচ্যাটে কাদা
জল জমেছে জনপথে
শক্ত ভারী হাঁটা।
যানবাহন সব হেলে দুলে
নৌকা ভেসে চলে...
পাখিগুলির কিঁচিরমিচির,
বাসা গেছে ভেঙে।
মাঠ ঘাট সব জলমগ্ন ;
গবাদি পশু ডাকে --
ছাগল গরু এবার তবে
কোথায় গিয়ে খাবে ?
শস্য শ্যামলা ধনধান্য
সবই জলের নিচে,
বর্ষাকালে ইলিশ মাছ
আর সর্ষের তেজে ;
রকমারি স্বাদ তার,
জিভে আসে জল।।
জানলা দিয়ে দেখি তোমায়
নব নব সাজে।।
যত দেখি তত আমি
তোমার লাবণ্যে মুগ্ধ হয়ে যাই,
বর্ষা তুমি যেন আবার এসো...
ভুল না আমায়।।
=================
অবিরাম ঝড়েই চলেছে..........
আকাশের ঘন কালো মেঘে
দেখা যাচ্ছে না নীল নীলিমা,
মন বসে না ঘরেতে -
ভিজতে ইচ্ছা করে জলকণার সাথে।।
যেমন হাঁসের দল
জলে ভেসে বেড়ায়,
তারা পাখনা মেলে
বৃষ্টির সাথে খেলা করে।।
পুকুরের টইটুম্বুর জলে
বয়ে চলেছে কচুরিপানার দল।
আহা ! ছেলের দল হই হই করে
ফুটবল খেলবি চল।।
ওই যে ওই গাছটায় -
পথের ধারে কী অপরূপ
সাদা ফুলের উপর;
যখন বৃষ্টি ফোঁটা পরে
কি চমৎকার তার বাহারি শোভা।
ছাদে থাকা হলুদ গোলাপী
রেন লিলি গুলো ও মাথা দোলায়।
পিচ্ছিল পথ ঘাট চ্যাটচ্যাটে কাদা
জল জমেছে জনপথে
শক্ত ভারী হাঁটা।
যানবাহন সব হেলে দুলে
নৌকা ভেসে চলে...
পাখিগুলির কিঁচিরমিচির,
বাসা গেছে ভেঙে।
মাঠ ঘাট সব জলমগ্ন ;
গবাদি পশু ডাকে --
ছাগল গরু এবার তবে
কোথায় গিয়ে খাবে ?
শস্য শ্যামলা ধনধান্য
সবই জলের নিচে,
বর্ষাকালে ইলিশ মাছ
আর সর্ষের তেজে ;
রকমারি স্বাদ তার,
জিভে আসে জল।।
জানলা দিয়ে দেখি তোমায়
নব নব সাজে।।
যত দেখি তত আমি
তোমার লাবণ্যে মুগ্ধ হয়ে যাই,
বর্ষা তুমি যেন আবার এসো...
ভুল না আমায়।।
=================
অঙ্কিতা পাল (বিশ্বাস)
ভাঙ্গড়, দক্ষিণ চব্বিশ পরগনা
No comments:
Post a Comment