জলাশয় ।। আশীষ কুমার বিশ্বাস - নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

নবপ্রভাত মাসিক ব্লগ-সাহিত্যপত্র

NABAPRAVAT : A Monthly Bengali Literary Blogzine.

Wednesday, August 20, 2025

জলাশয় ।। আশীষ কুমার বিশ্বাস

শালুক ফুল

জলাশয়

আশীষ  কুমার   বিশ্বাস 



 শিথিল শৈবাল
জলজরা  শোভা খোঁজে ।

নীরবতা চুপচাপ
তুষ্ট ভুরি ভোঝে ।

জলেই আঁতুড়ঘর
আঁশটে  জলাধার ।

জলচল ঘাঁটি গাড়ে
খানা ভোজ সুখ আধার ।

শীতল ঠান্ডা জল
পদ্ম শাপলা ফুল ।

জলার্দ কত জীব
বাস করে অনুকুল ।

জলবিম্ভ ফুটে ওঠে
দুরন্ত বর্ষাকাল ।

জলজ গমনশীল
সময়ের নিত্যকাল ।




  

No comments:

Post a Comment