তিনটি কবিতা ।। বিবেকানন্দ নস্কর
শহীদ ব্রত
মাটির ছোঁয়া মাতৃ মায়া মায়ের খুশি মুখ
ভোরের মতো শহীদ ব্রত স্বাধীনতার সুখ ।
মা নামে তান স্বপ্ন সোপান মাতৃভূমির ছবি
আগস্ট বীণে স্বাধীন দিনে মায়ের মতো সবই ।
শহীদ ত্যাগে ভারত মাগে স্বাধীনতার শ্বাস
স্বাধীন দেশে বন্দে পেশে স্বাধীন জয়োচ্ছ্বাস ।
শহীদ অর্ঘ্য শহীদ স্বর্গ জন্ম ভূমি পায়
শিকল ভেঙে তিনটি রঙে ভারত পতাকায় ।
শহীদ তুমি মাতৃভূমি আজকে দিনে স্বাধীন
মুক্ত মানুষ শান্ত মানুষ যে যার নিজের অধীন ।
স্বাধীন প্রাতে নিজের হাতে প্রদীপ শিখা জ্বেলে
হৃদয় ভরি শ্রদ্ধা স্মরি শহীদ বেদী তলে ।
স্বর
অন্ধ হরিণী, তাও সে অন্ত:স্বত্বা
লোলুপ নেকড়ের হিংস্র দাঁত
কাকে খাবে , এ প্রজন্ম না আগামী প্রজন্ম ?
অন্ধত্বে লেখা আছে ধ্যানের স্বর
সন্তান সন্ততি পাবে কি আলো
পাবে কি যাপনের স্বাভাবিক মুদ্রা ?
শুধু দাসত্ব করে শতাব্দী পেরিয়ে যায়
মুখোশে আড়াল প্রেম
ঠিকুজি তে লেখা আছে আগুনে শ্বাস।
মৃত্যু মিছিলে হাঁটতে হাঁটতে
পথের ও মৃত্যু হলো আজ
বিপদগামীরা শিখরে উঠলো কিভাবে ?
পিছনে দাবানল, সামনে ব্যাধের পাতা ফাঁদ
অন্ধ হরিণী হাড়ি কাঠে রাখে মাথা
বাতাসে আর্তনাদের স্বর !
বর্ষা-বাসর
বৃষ্টি এলে গাছেরা কোমর দোলায়
জলীয় নিঃশ্বাসে ছড়িয়ে পড়ে মাদকতা
ভেজা পাখির ঠোঁটে প্রেমালাপ !
বর্ষাতি দিন, বর্ষা মুখর রাত
এ ভাবে বেআব্রু স্নান
মেঘের আড়াল থেকে চাঁদ যদি দেখে ফেলে ?
গাছের শরীর হতে পরাগের ঘ্রাণ
এমন মিলন বাসর রাত , স্বপ্নে ছিল
এখন হাতের তালুতে ।
নতুন কুঁড়িতে
চুঁইয়ে পড়ে বৃষ্টি সোহাগ
আজ রাতে শুধু, অতন্দ্র মেঘমল্লার ।
প্রিয় সম্পাদক মহাশয়
পরবর্তী সংখ্যার জন্য লেখা পাঠালাম ।
ভালো থাকবেন।
বিবেকানন্দ নস্কর
সন্তোষ পুর
ফলতা
দ:২৪ পরগনা
No comments:
Post a Comment