মনোরঞ্জন মিদ্দে
গপ্প শোনাও অপ্পটা
শাঁকচুন্নি ভুত পেত্নি
ঘুচাও মনের সন্দ্টা।
তোমার মুখে গপ্প শুনে
আসল নকল যায় চেনা
গপ্প তো আর পদ্য নয়
সহজে সব যায় জানা।
সত্যি না হোক-- আসল কথা
ভুতের কথায় ভয় পাবি
ঘুমের ঘোরে স্বপ্ন দেখে
বাপরে বলে চেল্লাবি।
পড়তে বসে ঠিক পাবি
শাঁকচুন্নির গন্ধটা
বলবি দাদু গপ্প থামাও
কাঁপছে ভয়ে নন্দটা।
কন্ধকাটা ভুত ছিল এক
শ্যাওড়া গাছের মগডালে
বুক চাপড়ে গভীর রাতে
নাচত খোল আর কত্তালে।
হাসছে তখন কাকা-জেঠু
হাসছে তখন সক্কলে,
ভয়ে কাবু নাতনি সোনা
অনেক পরে চোখ খোলে।।
No comments:
Post a Comment