সমুদ্র আর অস্তিত্ব
সুব্রত চৌধুরী
সমুদ্র শুধু নিরন্তর ঢেউয়ের সান্নিধ্য নয়
নয় সে নিখাদ গভীরতায় মুগ্ধ এক শরীর
পাতালের রহস্যে ফেরা সিঁড়ি ভাঙতে ভাঙতে
বুঝতে থাকি—
সমুদ্র আসলে সভ্যতার বিনম্র স্পর্শ
সম্পর্কের পরাগরেণু মেখে তরল হয়ে ওঠা অস্তিত্ব
সে কোনো স্থানাঙ্কিত জলরাশি নয়
পৃথিবীময় ছড়িয়ে থাকা দৃশ্যের গতিশীল যৌবন
সমুদ্র হারিয়ে গেলে অস্তিত্বে ফিরে আসে শূন্যতা
অদৃশ্য হয়ে থাকা বিবেকের দর্পণে
যখন ফুটে ওঠে আপন ক্ষুদ্রতার প্রতিবিম্ব
নিঃশব্দে হয়ে যায় নিজের উপলব্ধি—
দেহের মানুষকে ছুঁয়ে যায় মনুষ্যত্বের সমুদ্র
আমিত্ব ডুব দেয় অস্তিত্বের তরল সম্পর্কের বন্ধনে
—————————
Dr. Subrata Chaudhuri
Asst. Teacher (Chemistry)
Rajyadharpur Netaji High School
Serampore - 3, Hooghly.
Comments
Post a Comment