হেমন্ত মানে হলো
শাহীন খান
হেমন্ত মানে হলো খেজুরের রস
এই মন সহসা করে ফেলে বশ
পাখি ডাকে ফুল ফোটে সব মনোলোভা
মাছে মাছে একাকার নদীনালা ডোবা।
হেমন্ত মানে হলো ফসলের ঘ্রাণ
রাখালের বাঁশিতে মুখরিত প্রাণ
চাঁদ হাসে তারা হাসে লাগে ভারী ভালো
রবিমামা অনায়াসে দিয়ে যায় আলো।
হেমন্ত মানে হলো চাষি যান মাঠে
ভোর হতেই সারাদিন মাঠে ক্ষণ কাটে
সুখ সুখ কী যে সুখ চাষি বউ পান
মুখে হাসি লেগে থাকে গায় সুরে গান।
হেমন্ত মানে হলো ঝিরিঝিরি হাওয়া
সব কিছু লাগে যেন আবিরেতে ছাওয়া
নবান্নের সাড়া পড়ে পুরো দেশ-গাঁয়
ভাপাপিঠে চিতইটা মৌটা ছড়ায়!
হেমন্ত মানে হলো শীত শীত ভাব
ফুলফল ফলে কতো আরো ফলে ডাব
প্রতি মনে সাড়া জাগে অনাবিল সুখ
প্রকৃতির আশ্বাসে ভরে যায় বুক!
।।।।।।।।।।।।
শাহীন খান
বানারীপাড়া
বরিশাল
বাংলাদেশ।
Comments
Post a Comment