মুখোশ
সূর্য্য বিকাশ দাস
উজানের ঢেউ, মন বিবাগী-
মাঝি কোথায় নিরুদ্দেশে?
নিয়ম মতো বেবাক বিশ্বে-
দুঃখ ঢাকি মুচকি হেসে।
তীব্র দহন রাত রাতবিরেতে-
বাষ্পে ভরা চার দেয়ালে,
মৃত দু'চোখ তবু জাগে-
কি'বা আশা? কার খেয়ালে?
ভুল হয়ে যায় কিংবা হয়তো-
অলক্ষে এক আকর্ষণে,
হেঁটে বেড়াই তোর নগরে-
কারফিউ রোজ, তা'ও জেনে।
মেঘলা আকাশ মুক্ত ঝরায়....
আবেগ ঘন বিষাদ বায়ু,
ক্ষয়ছে সময় বরফ জলে-
যে ক'টা দিন আছে আয়ু।
ভিড়ের মাঝে পরিপাটি-
ভাঙা ঘরে রং লাগানো,
মুখোশ এঁটে মুচকি হেসে-
আবার তো সেই মুখ লুকানো।
===============
Name - Surya Bikash Das
Address - vill + P.O - Gurepole, P.S - Shyampur, Dist - Howrah, pin - 711314
Comments
Post a Comment