গুচ্ছকবিতা || শিশির আজম
হুইসেল
(মুরাকামি থেকে অনুপ্রাণিত)
♦
'গভীর রাতে
একটা হুইসেল
কতটা গভীর হতে পারে
তুমি কল্পনাও করতে পারো না,'
ছেলেটা বললো,
'আশ্চর্য ঐ হুইসেলের মতো
আমি ভালবাসি তোমাকে।'
কিন্তু গভীর রাতে অন্ধকারে কখনও তো ঘুম ভেঙে
যায়নি মেয়েটার,
কখনও ও বিচ্ছিন্ন আর একা হয়ে
যায়নি।
ও কীভাবে অনুভব করবে
গভীর রাতে
ট্রেনের হুইসেল
কতটা গভীর!
নিউজ এজেন্সি
♦
একসময় আমরা খবর শুনতাম
এখন দেখি
স্বীকার করতে হবে খবর শোনার চেয়ে দেখার আনন্দ বেশি
আলাদা উত্তেজনা
নিউজ এজেন্সিগুলো এব্যাপারে তৎপর
আর প্রতিযোগিতাপূর্ণ
কোনটা নিউজ সেটা ওরাই ঠিক করে
যেটা ওদের দরকার
আর সেটাই আমাদের দেখানো হয়
ধারাবাহিকভাবে সুচারু জ্যামিতিকতায়
বিভিন্ন পদ মিশিয়ে খাওয়ানো হয়
নতুন বাস্তবতা নির্মাণে
যে বাস্তবতায় জায়গা নেই
আমাদের ইতিহাস অন্বেষা স্বাধীনতার
সমৃদ্ধি আর স্বাধীনতার কথা বলেই
ওরা আমার ক্ষেতখামার পাহাড় আর নদীর দখল নিয়েছে
তাহলে টিভিতে যে হাসিখুশি প্রাণবন্ত আমাদেরকে দেখানো হয়
ওরা কারা
এই প্রশ্ন করো নিজের কাছে
আগুন নিয়ে খেলা
♦
আজও পুকুরে ছিপ ফেলে বসবো আমি
ধীরে
চুপ
সূর্য আমার ঘাড়ে শ্বাস ফেলবে
সারারাত ঘরের ভেতর ল্যাংটো হয়া
কী কোর্তেছিলাম
আমার অসম্পূর্ণ ছবিগুলা মহাদেশের কোন তলে
উইড়া যাইতেছে
না ডুইবা যাইতেছে
বিড়বিড় কইরা তার ধারাভাষ্য আমারে ও শোনায়
আর কী ফন্দি এখন আমি আঁটতেছি
মুঠোয় আগুন নিয়া বইসা আছি কেন
না কোন দিকে যাইতেছি
এইটা নিয়া
ও উৎকন্ঠিত আর আমি পাইতেছি
মজা
শোক
♦
১|
মুকুল হয়ে ওঠে
দেখেছি ফুলের কাছ থেকে
২|
নখে খুঁটে খুঁটে
সে তৈরি করে ফেলে ভাস্কর্য
এখন কোনভাবেই
বিতর্ক এড়াতে পারছে না
৩|
রুটিটা খাবার আগে
ওর ভেতর
যদি প্রবেশ করতে পারতাম
ওর আগুন
ওর প্রতিহিংসাপরায়ণতা
মা বিড়াল
♦
বাচ্চাগুলোকে নিয়ে মা বিড়াল যখন ঘুমোচ্ছিল
তখন তোমরা কী করছিলে
নদী নদীর দিকে ফেরে
জঙ্গল আর উপত্যকা আর অঘ্রাণের ঘ্রাণের পাশ দিয়ে
এক রাক্ষস দাঁড়িয়ে আছে
এক মুঠো নুনের আশায় দিনের পর দিন
না
মা বিড়াল ঘুমোয় না
তোমাদের অপরিসীম স্বাধীনতার ইচ্ছের কাছে
ওর ঘুম নির্ঘাত আতঙ্ক
শিশির আজম
Shishir Azam
জন্ম : ২৭ অক্টোবর, ১৯৭৮
জন্মস্থান, বর্তমান ও স্থায়ী ঠিকানা :
এলাংগী, কোটচাঁদপুর
ঝিনাইদহ -৭৩৩০
বাংলাদেশ
মুঠোফোন ও হোয়াটসআপ নম্বর : ০১৭১৭৩৮৭৯০৭
ফেসবুক লিংক :
mail : shishir01978@gmail.com
বাংলা কবিতায় Tea Poetry Movement এর উশকানিদাতা
কাব্যগ্রন্থসমূহ :
ছাই (২০০৫)
দেয়ালে লেখা কবিতা (২০০৮)
রাস্তার জোনাকি (২০১৩)
ইবলিস (২০১৭)
চুপ (২০১৭)
মারাঠা মুনমুন আগরবাতি (২০১৮)
মাতাহারি (২০২০)
টি পোয়েট্রি (২০২০)
সরকারি কবিতা (২০২১)
হংকঙের মেয়েরা (২০২২)
আগুন (২০২৪)
চা কফি আর জেনারেল কানেকটিভিটি (২০২৪)
সন্ধ্যায় তিমিমাছ (২০২৫)
প্রবন্ধ :
কবির কুয়াশা (২০২৫)
Comments
Post a Comment