স্মৃতির সনেট
স্বপন শর্মা
তোমাকেই কেন লিখি নিজেই জানি না
কখনো নিজেকে ভাবি পদ্মপাতা জল
হরেক ঢেউয়ে স্থির কখনো ডুবি না
তোমাকে চেনার চেষ্টা বাজে পল অনুপল।
নিজের ভিতরে লীন তোমাকেই বলি
দৃশ্য আর ঘটনার চাপে মরে স্মৃতি
বিচিত্র তাড়না, তবু খুশি লিখে চলি
দূরের আলোর মায়া, বিজন বিভূতি।
জীবনে জাগানো তাই এক মৃত স্মৃতি
সযত্নে লালন মানে শাশ্বতের তীরে
তোমাকেই বয়ে চলা। তবে কি বিস্মৃতি
অদেখা প্রেমিকা আসে চুপি চুপি ফিরে ?
তোমাকেই লিখি বলে ধিকিধিকি জ্বলা
দুঃখী প্রাত্যহিক তবু সুজলা সুফলা।
=========================
পব।
Comments
Post a Comment