শারদ উৎসব
সুবীর কুমার ঘোষ
সাদা কাশের মধুর হাসি, শিশির ভেজা ঘ্রাণ,
আকাশজুড়ে সাদা মেঘের মন মাতানো গান।
দুর্গা এলেন মাতৃরূপে, সিংহবাহিনী হয়ে,
অন্ধকারে আলো ফেলে, ঝড় ঝাপটা সয়ে।
ধুনুচি নাচে দীপ্ত আগুন, ঢাকের বাজনা বাজে,
প্রাণের মাঝে নাচে খুশি মিষ্টি মধুর সাজে।
নবীন-প্রবীণ, নারী-পুরুষ, আনন্দে ওঠে মেতে,
শারদীয়া প্রেম ছড়িয়ে পড়ে, হৃদয়খানি তেতে।
ভোরের শিউলি পড়ে ঝরে দুর্গা মায়ের পায়ে,
সব দুঃখ যায় পালিয়ে মায়ের চরণ ছায়ে,
সিঁদুর খেলায় মুখটা রাঙা, ওঠে হেসে প্রাণ,
মায়ের অশেষ স্নেহের আশীষ, অকুল অপার দান।
চারদিনের রঙিন স্বপ্ন, খুশির মিলন মেলা,
তারপর একটি বছর কাটে বিরহের বেলা।
মা'কে জানাই বিদায় আমরা অশ্রু সজল ভাষায়,
'আসছে বছর আবার হবে' — প্রাণের গভীর আশায়।
***********************
সুবীর কুমার ঘোষ
১৫০/১৩ নতুন গ্রাম রোড
শ্যামনগর, উত্তর ২৪ পরগনা!!
Comments
Post a Comment