বিষণ্ণতা
সৈকত মাজী
উৎসব শেষ হলে
খাঁ খাঁ একটা মাঠ,
নির্জনতা গিলে খায় প্রহর।
ডাস্টবিন উপচে, পড়ে থাকা গোটা কয়েক প্লেট,
হাওয়ার ঝোঁকায় গতি লাভের আশে
শূন্যতা হয়ে পড়ে থাকে ফাঁকা মাঠে।
দেবীর গর্ভগৃহ বাঁধা হয়েছিল যেস্থানে,
আয়োজনে, আড়ম্বরে, দেবীর রূপে,
মোহিত হয়েছিল সেস্থান,
আজ, সাগরের বুকে নির্জন দ্বীপের মতো
নিঃসঙ্গ দাঁড়িয়ে থাকে, দেবীর কঙ্কাল ।
চোখ ধাঁধানো আলোর ঝলকানির সাথে
বন্ধুদের নির্ভেজাল গল্পের মোড়কে
কেটেছিল কয়েকটা শারদসন্ধ্যা,
আজ বিষণ্ণতা দৈত্য হয়ে
গিলে খায় আমার একলা বেলা।
================
সৈকত মাজী
বেলডাঙা, কুস্থলিয়া, গঙ্গাজলঘাঁটি, বাঁকুড়া, 722133

Comments
Post a Comment