অন্যপুজো
গোবিন্দ মোদক
পুজো আসলেই হরি, কাশেম, জনের খারাপ মন
তারা যে সব পথশিশু — নেই কেউই আপন।
ছেঁড়া জামায়, খালি পায়ে নিত্য খাবার খোঁজা
পুজো এলেই বাহুল্য তাই - বাড়তি একটা বোঝা।
আবাসনের ছেলেমেয়েরা পুজোর অবকাশে
নতুন জামায়, নতুন জুতোয় পরীর মতো হাসে।
মা ও বাবার হাতটি ধরে ঠাকুর দেখতে যায়
এদিকে তখন শুনশান খুব খাবার পাওয়াই দায়।
আলো ঝলমল চারিদিক, ঠাকুরও রকমারী
দেখতে আসে কতো যে লোক, দামী পোশাক শাড়ি।
ফুটপাতে এক নোংরা কোণে হরি আড়াল খোঁজে
কেন যে এই বৈষম্যটা — কী করে তা বোঝে?
মোট বয়ে কাশেম আনে পাউরুটি তিনখানা
কিন্তু গোটা পাউরুটিটার সবটা খাওয়া মানা।
আর্ধেক খেয়ে আর্ধেক রাখে লাগবে পরের দিন,
এমনি করে জীবন কাটে ভীষণ বেরঙিন!
হায় ঈশ্বর, হায় আল্লা, হায় রে ওগো যীশু
কোন পাপেতে আমরা হলাম এমন পথশিশু!
তোমার তৈরী এই দুনিয়ায় নেই যে আপন কেউ
মনের ভিতর কান্না কাঁদে ডুকরিয়ে ভেউ ভেউ!
___________________________
গোবিন্দ মোদক।
সম্পাদক: কথা কোলাজ সাহিত্য পত্রিকা।
রাধানগর, ডাক- ঘূর্ণি, কৃষ্ণনগর, নদিয়া।
পশ্চিমবঙ্গ, ডাকসূচক - 741103

Comments
Post a Comment