একাকীত্বের লিয়নবাতি
সফিউল মল্লিক
যখন আলোকবর্ষের সব তারাগুলি একে একে মিলিয়ে যায়,
ঠিক তখননি, এক দিগন্তে মিটমিট করে জোনাকির মতো এক নীরব নিঃসঙ্গ প্রেমের যন্ত্রণা হয়,
তবুও বলিষ্ঠ হয়ে জ্বলছি নিরন্তর!
রাত জাগা 'আরদুনের' নক্ষত্রগুলো কেমনভাবে যেন হারিয়ে গিয়েছে,
কেউ দেখতে পাইনি আমার নীরব নিশিপ্রভা,
বুঝতেও চাইনি ক্লান্তির দহন জ্বালা।
অথচ, এখনও দিব্যি বেঁচে আছি— নিজের মতো করে, আপন আলোর সঙ্গী হয়ে...
জানি, তবুও প্রতিটি আলোয় যেমন উষ্ণতা জীবিত থাকে,
তেমনই অল্প একটু আগুনে ভরা প্রশান্তির নিঃশ্বাস বর্তমান।
সেই আমি---
"প্লিনিয়ান অগ্ন্যুৎপাতে" বাঁচতে শিখেছি,
অন্ধকারকে পরোয়া না করেই...
অজানা অকারণে যে কারণ জেনেছি,
সেই নিঝুম গহীন আধাঁর ছাড়া 'সামাওয়াতে' ম্যাড়মেড়ে তারাদেরও একবারেই কখনো মানে বোঝা যায়নি।
জনমধরে অনেকেই এসেছে, কেউ থেকেছে,
কিন্তু,একধরনের একাকীত্ব অলীক শক্তির কাছেই অধিক মাত্রায় হারিয়ে গিয়েছি নিঃশব্দে...
নক্ষত্ররা ভাবে হর্ষ মানেই কারও উপস্থিতি, এখন এবার সর্বত্রই বুঝে গেছি— নিস্তব্ধতা মানে নিজের অস্তিত্বকে একটু বেশী করে ভালোবাসা যায়!
কেউ কখনো নিভিয়ে দিতে পারে না, কারণ, আমি আমার নফসী'র দিবানিশির প্রহরী কেবলমাত্র।
কোনদিন দেখার জন্য জ্বলি না,
জ্বলছি শুধু একমুঠো বাঁচার আশায়।
একাকীত্বের বিলাস জীবন্ত এক নিয়নবাতি ...
================
নাম:-সফিউল মল্লিক।
গ্রাম:-জগৎবল্লভপুর।
পোস্ট:-মায়াপুর।
থানা:-বজবজ।
জেলা:-দক্ষিণ চব্বিশ পরগনা।
পিন নম্বর:-৭৪৩৩১৮.
পশ্চিমবঙ্গ কলকাতা।
Comments
Post a Comment