মন্ত্রী শিয়াল
আসগার আলি মণ্ডল
সিংহ রাজার বিচার সভায়
মন্ত্রী শিয়াল ভায়া
বিচার করেন বুদ্ধি বল-এ
দেখে দোষীর কায়া।
জলের ভোঁদড় নালিশ জানায়
করছে চুরি হুলো
আমার ভাগে দিচ্ছে থাবা
চোখে দিয়ে ধুলো।
সারাটাদিন আমিই তো দিই
ডোবার জলে ডুব
আয়েশ করে খাচ্ছে হুলো
পাচ্ছে মজা খুব।
সঠিক বিচার চাইছি আমি
মহারাজের কাছে
বনের আইন নিয়ম-কানুন
বিধান যেটা আছে।
এসব শুনে শিয়াল ভায়ার
ফুটলো মুখে হাসি
বুঝে গেলেন এই বিবাদের
আসলে কে দোষী !
মিনিট দুয়েক ভেবে শিয়াল
বললে-বিড়াল মাসি !
ছোট্ট দেহের ভোঁদড় দোষী
ওর-ই হবে ফাঁসি।
আসগার আলি মণ্ডল
বাউড়িয়া,হাওড়া
9038881687
Comments
Post a Comment