চক্রবূহ্য জীবন
অতীশ
হাজার হাত পায়ের মানুষ
পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ সমুদ্র-কোলাহল
পথচলার জঠর থেকে মৃত্যুর অমোঘ সমাপ্তি পর্বে
অসংখ্য ঘটনাগুচ্ছে মায়াময় যাত্রা
পরিজন ও সন্ততি নিয়ে রচিত চক্রব্যূহে
অভিমন্যু তুমি, ঢুকেছ
কিন্তু বেরোবার পথ জানো না
মার খেতে খেতে ভাগ্য লুটিয়ে পড়ে যুদ্ধসংসারে
ব্যথারা ভারী হয়ে আসে
প্রিয় ঘরের কোণে আলগা হয় চোখ
হে পার্থ, এই জীবনক্ষেত্রে রথ-রথী
পক্ষ-বিপক্ষ, কেউ কিচ্ছুটি তোমার নয়
তুমি একা–একক; আমিও
==================
নাম-অতীশ
ঠিকানা- সুভাষগ্রাম, দঃ ২৪ পরগনা
Comments
Post a Comment