সময়ের নগ্ন পাঁজরে
তপন দাস
এগোতে চেয়েছি আমি সামনের দিকে...
কেন বারবার আমাকে কেউ শাসিয়ে যায়
আমার নিজের সীমানায় এসে?
মাঝে মাঝে অভিমান হয়, আছড়ে ভাঙি মনোবল
আক্ষেপে ছিঁড়ি কালজয়ের ব্যর্থ অনুস্মৃতি...
সেদিন শপথের পাশে যাঁরা ছিল
তাঁরা আজ লুকোলো কোথায়? কোন্ ছায়া-বারান্দায়?
এত উল্লাস, এত কাড়ানাকড়ার শব্দ
যাচ্ছে না বুঝি সময়ের কানে?
সেইসব ছদ্মবেশী আগন্তুক
অনুতাপহীন প্রহর কাটায় সংক্রমিত স্থানে!
শেষবার তুমিও সাহসী মনের সীমায় এসে
পারো তো ঠিকানা খুঁজে নাও পূর্বের স্বভাবে
না-হলে সীমান্তে, সারিবদ্ধ সমাধিফলক দেখে দেখে শেষে
আর কত আগন্তুক অতর্কিত—ডানা ঝাপটে যাবে
সময়ের নগ্ন পাঁজরে!
=============
তপন দাস
কাটোয়া নিশানতলা, পাতালপুকুর পাড়
৭১৩১৩০, পূর্ব বর্ধমান
Comments
Post a Comment