প্রদীপের শিখা
অদিতি চ্যাটার্জি
গঙ্গার ধারে অনিন্দ্য বাবুদের ভদ্রাসনে আজ সবাই ব্যস্ত, কালীপুজোর সকাল আজ, এই বাড়িতে বিরাজমান মা দয়াময়ী, একটা আট বছরের বাচচা মেয়ে, গর্ভ গৃহে সে লাল বেনারসি আর গোলাপ ফুলের মালায় সেজেছে। অনিন্দ্য বাবু তাঁর চেয়ার নিয়ে ঠাকুর দালানে বসে দেখে চলেছেন, গোটা পরিবারের কর্ম কান্ড "মা"কে ঘিরে ।
কালীপুজোর দুইদিন আগে থেকেই এই বাড়িতে ব্যস্ততা শুরু হয়ে যায়, বারোমাস নিত্য পুজোর ব্যবস্থা থাকলেও কালীপুজোর দিন সকাল থেকেই পাড়া -প্রতিবেশিরা পুজো নিয়ে আসতে শুরু করে। ছোট ভাই বসেছে গর্ভ গৃহে, ঠাকুর মশাই-র সাথে। গর্ভ গৃহের পাশে ছোট ঘরে মা-র ভোগের আয়োজনে ব্যস্ত অনিন্দ্য বাবুর বৌ বসুধা আর বোন মাধবী। বড় ভালোলাগে অনিন্দ্য বাবুর এই পরিবেশ, মা কে মনে মনে নিজের কৃতজ্ঞতা জানালেন। "বাবা এই শরবতটা খেয়ে নিন", বৌমা শ্রীলেখা। শরবতে একটা চুমুক দিতেই হাজির রণি, মাধবীর নাতি। ফোরে পড়ে, নিশ্চয়ই দাদা-দিদিরা পাত্তা দিচ্ছে না তাই দাদুকে মনে পড়েছে ।
"দাদু প্লিজ আমাকে দয়াময়ী কালীর গল্প বলো, আমি জানি না বলে ওরা হাসছে", একটু নালিশ করে রণি। "গল্প তো কিছুই নেই রে, আচ্ছা দাঁড়া মনে করি, তুই বোস"। একটু পরে অনিন্দ্য বাবু বলেন "এই বাড়িটার নাম আমার দাদু দিয়েছিলেন, "দয়াময়ী কুঠি", মা দয়াময়ী কে বীরভূম থেকে আনার পরে। সবাই দয়াময়ী মাকে পুজো করতেন আমি ছাড়া, ঐ প্রসাদ টুকুই খেতাম। তারপর আর কি,অনেক দিন আগে ধর, বছর পঁয়তাল্লিশ হবে,শীতকাল ছিল কলকাতা থেকে আসতে অনেকটাই দেরী হয়ে গিয়েছিল, কুয়াশা আর ঠান্ডার মধ্যে আমি তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার জন্য হাঁটছি, সেই সময় শহরের পরিবেশ ভালো না। খুব ভয় করছে, আচমকা শুনি পায়ের আওয়াজ, আমি প্রায় ভয়ে দৌড়াতে থাকি, তারপর গঙ্গার ধারে বাড়িটা দেখতে পাই। সেই সময় মনে হয় বুঝি মা আমাকে বাড়িতে পৌছে দিয়ে গেলেন ।"
অনিন্দ্য বাবু দেখেন রণি চোখ বড় করে শুনছে, একটু থেমে বলেন "হতে পারে মনের ভুল আবার মা কালীও হতে পারে, বুঝতে পারিনি দাদুভাই । "তবে আসল কথা এই বাহাত্তর বছর বয়সে এসেও কাউকে বলেননি, সেদিন রাতে দৌড়াতে গিয়ে পড়ে যান, অনুভব করেন চুলে হালকা ছোঁয়া আর মৃদু চন্দনের গন্ধ। খুব ভয়ে কেঁদে মা বলে ওঠেন তিনি, চোখ বন্ধ করে দেন, দেখেন একটা প্রদীপের শিখা ।আর ভয় করেনি। এরপর জীবনে বহু সঙ্কটে এই প্রদীপের শিখা দেখতে পেয়েছেন, যা লড়তে সাহস দিয়েছে।
রণি দেখে দাদু মা দয়াময়ীর দিকে তাকিয়ে গেয়ে চলেছেন," জনমেতে তোরই কোলে/মরণেতে নিস মা তুলে/মায়ের কোলে ঘুমায় ছেলে/ এ শান্তি মা কোথায় বল..."
==============
Aditi Chatterjee
36 Rabindra Sarani
Ranaghat,Nadia ,9875497429

Comments
Post a Comment