কবিতা
নৈশ নগরী
সুদীপ কুমার চক্রবর্তী
এই বৃষ্টির মধ্যে নিয়ন লাইটের নিচে ভিজতে ভিজতে হেঁটে চলেছি জনাকীর্ণ শহরের ব্যস্ত রাস্তায়।ভিজে যাচ্ছে সমস্ত অতীন্দ্রিয় চেতনার স্তর। কোনো ক্রমে হৃদয়টুকু বাঁচিয়ে রেখেছি এক সমুদ্র দুঃখের সহস্র তরঙ্গ থেকে।
বৃষ্টি থামলে এই রাতের শহরে কুয়াশা নামব —কুয়াশায় মিশে যাবে সবকিছু—প্রেম ঘৃণা উপেক্ষা অপমান।
কার্জন পার্কের নির্জন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাবে আমাদের ধূসর অতীত।হঠাৎ করেই একটা শূন্যতার বৃত্তে দেখবো একাকী দাঁড়িয়ে আমি।দিগন্তের লাজুক আভায় ক্রমশ জেগে উঠবে অস্পষ্ট বলাকা—মৃদু আলোর ডানায় স্বাগত জানাবে নতুন দিন।
হারানো বন্ধুর ছায়া এসে কাঁধে হাত রেখে বলবে বিগত রাত্রির কথা থাক। এখন এই ভিজে বেঞ্চে বসে কথায় কথায় মুছে ফেলা যাক চোখের পাতায় লেগে থাকা অতীত কুয়াশা—স্বপ্ন জড়ানো মুহূর্তের অলীক প্রণয় আখ্যান।
-----------------------------------------
Sudip Kumar Chakraborty.
Joyanti Gazipur Howrah 711413.
Comments
Post a Comment