ভাবনার আশ্রয়
দেবব্রত পাল
আমি গ্রন্থাগারে গেছি বহুবার—এক টুকরো তথ্য, এক ঝলক আলো,
একখানা বিরল বইয়ের সন্ধানে।
পৃথিবী আজ মোবাইলের পর্দায়,
ইন্টারনেটের স্রোতে,
এআই-এর ঝলমলে উত্তরে।
তখনও কেন বইয়ের গন্ধে ছুটে যাওয়া আমার?
প্রশ্নের উত্তরও হয়
হয়তো উত্তরটা লুকোনো থাকে
পাতার মলাটে, শব্দের নির্জনতায়।
বই-ই পারে,
এলোমেলো ভাবনাকে আশ্রয় দিতে।
বইয়ের পাতায় পাতায় রয়েছে প্রশ্ন করার সাহস, ভাবনার উড়ান, এবং মানবিক হওয়ার বীজ।
=================
Debabrata Pal
Librarian
Moukhali Gopinathpur Gourabbala Vidyalaya
PO-Moukhali
South 24 Parganas
PIN-743610
ReplyForward
Add reaction
Librarian
Moukhali Gopinathpur Gourabbala Vidyalaya
PO-Moukhali
South 24 Parganas
PIN-743610
ReplyForward
Add reaction
Comments
Post a Comment