নিবন্ধ
ভ্রমণপিপাসু বাঙালি
অগ্নিমিত্র
কে না জানে, বাঙালি ঘুরতে ভালোবাসে।..লোকে বলে -'বাঙালির পায়ের তলায় সর্ষে'।.. নতুন নতুন জায়গা ঘুরে ঘুরে দেখে নেয় সে । হাতে একটু টাকা জমলেই বাঙালি ঘুরতে যাবে। তবে প্রশ্ন:- বাঙালি এত ঘুরতে কেন ভালোবাসে?
আসলে রোজকার যান্ত্রিক জীবনে মানুষ খেই হারিয়ে ফেলে, তাই সে বৈচিত্র্য খোঁজে। অথবা হয়তো ঘুরতে ঘুরতে সে নিজেকেই চিনতে পারে , আবিষ্কার করে নিজের নানা অনাবিষ্কৃত দিক। এই নিজেকে চিনতে পারাটা একটা বড় ব্যাপার। আবার নতুন নতুন জায়গার ইতিহাস.বা তার অনুপম স্থাপত্য সম্পর্কে অনেক কিছু জানা যায় । তাই বাঙালি ঘুরে ঘুরে নতুন নতুন পর্যটন স্থান আবিষ্কার করে ; যেমন উত্তরবঙ্গে দাওয়াইপানি, মাইরুনগাঁও বা আহালধারা।
কলকাতার বাঙালির প্রিয় স্থান হলো দীপুদা বা 'দীঘা, পুরী, দার্জিলিং'। এ ছাড়াও 'পশ্চিম', মানে দেওঘর, মধুপুর ও পাটনাতেও বাঙালি খুব বেড়াতে যেত বা যায় । শিমুলতলাও খুব বিখ্যাত হয়ে উঠলো এভাবে । পশ্চিমের জলহাওয়া ভালো বলে বাঙালিরা খুব বেড়াতে যেতো সেখানে। পশ্চিমে এসব স্থানে শাকসবজি, মুরগি ইত্যাদি খুব সস্তা ছিল, তাই বাঙালি মন্তব্য করতো-' ড্যাম চীপ্' ( damn cheap)। এইসব অঞ্চলের লোকেরা বাঙালিদের তাই বলতো ' ড্যাঞ্চিবাবু '।
১৮৫৪ সালে রেল চালু হলো। এর পর হাওড়া ও শিয়ালদহ জুড়ে গেল পাটনা, বেনারস ও এলাহাবাদের সাথে।..পুরীর সাথে রেল সংযোগ স্থাপন হলো। ব্রিটিশ রাজের হাত ধরে সিকিম দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে দার্জিলিং বাংলা তথা ভারতের অন্তর্ভুক্ত হলো । ভুটান থেকে আলাদা হয়ে বাংলা তথা ভারতে জুড়লো কালিম্পং। রেল সম্প্রসারিত হয়ে উত্তর ভারতের নৈনিতাল ও মুসৌরিতে যাওয়া সহজ হয়ে গেল। দিল্লী ও আগ্রা যাওয়া আর কঠিন রইলো না। বাঙালির ভ্রমণপিপাসা তাই বাড়লো। এই সব জায়গা বাঙালির প্রিয় দর্শনীয় স্থান হয়ে উঠলো । জায়গা করে নিলো পর্যটন মানচিত্রে।
শুধু ঘোরা নয়, সেই ভ্রমণ সাঙ্গ হবার পরে সেই সব কাহিনী লিপিবদ্ধ করতে লাগলো বাঙালি, নানা ভ্রমণকাহিনীতে। এভাবেই সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের 'পালামৌ', প্রবোধকুমার সান্যালের 'দেরতাত্মা হিমালয়' বা উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের নানা ভ্রনণকাহিনী বিখ্যাত হয়ে উঠলো। ভ্রমণনির্ভর কাহিনী থেকে হলো চলচ্চিত্র ও সিরিয়াল, যেমন ' কচি সংসদ' ও ' দাদার কীর্তি'। ' সোনার কেল্লা' ছবির পরে পর্যটনের মানচিত্রে জায়গা করে নিলো রাজস্থানের জয়সলমের।
এখন সপ্তাহান্তের ছুটি বা বিশ্রাম বিখ্যাত হয়েছে, তাই কলকাতার কাছে গাদিয়াড়া, গড়চুমুক, কোলাঘাট ও মহিষাদল টুরিস্ট স্পট হিসেবে উঠে এসেছে।
এখন সামাজিক মাধ্যম ও ভ্লগে দর্শনীয় স্থানগুলোতে যাওয়া আর মুশকিল নয় ।.. তাই বাঙালি ঘুরতে থাকুক।।
🍀🍃☘️🍀🍃☘️
Comments
Post a Comment