পণ্ডিত ও মূর্খ
হারান চন্দ্র মিস্ত্রী
মূর্খ লোকে তর্ক করে সকলের সাথে
যে বিষয়ে জ্ঞান তার নেই বিধিমতে।
মনে ভাবে পৃথিবীর সব জ্ঞান তার
রয়েছে ঝুলিতে ভরা করে অহঙ্কার।
কর্কশ কণ্ঠের বাণী ভেদ করে কান
তিরের ফলায় যেন দিয়ে এলো শান।
সাধারণ লোক শুনে করে ত্রাহি ত্রাহি
এমন বাগীশ হতে কারো মুক্তি নাহি।
মৃত্তিকায় পড়ে না পা আসমানে ওড়ে
অলীক কল্পনা করে বায়ুপৃষ্ঠে চড়ে।
হাবভাব দেখে তার হাসে সুপন্ডিত
মূর্খের মহান কীর্তি করেছে মোহিত।
শূন্যগর্ভ অহঙ্কারী করিবে মঙ্গল
সমাজ উন্নত হবে মানেনা পাগল।
এক দুটি কথা বলে বোঝে দক্ষ গুণী
তর্কের মাত্রা বাড়ায় গণ্ডমূর্খ শুনি।
প্রসঙ্গ এড়িয়ে তর্ক করে বারবার
গুণীজন মিথ্যা তর্ক করে পরিহার।
যে না বোঝে আপ্তবাক্য মনোয়োগ দিয়ে
তার উপদেশ দেবে গুরুভার নিয়ে
এরূপ সজ্জন ব্যক্তি কেবা হতে চায়
হারিলে বিতর্কে মূর্খ ক্রোধে তেড়ে যায়।
মুর্খেরে তখনি লোকে করিল ধিক্কার
পণ্ডিতের মহিমা দেখি পূজা করে তার।
_____________
হারান চন্দ্র মিস্ত্রী
গ্রাম ও পো: - আমতলা,
থানা - ক্যানিং,
জেলা - দক্ষিণ ২৪ পরগনা,
পিন - ৭৪৩৩৩৭

Comments
Post a Comment