চেতনা
বিভূতি বিশ্বাস
চেতনার জন্ম হোক প্রতিটি মানুষের মনে,
চেতনায় বড় হোক সমস্ত শিশু ভারতবর্ষের
প্রতিটি কোণে।
চেতনার অভাবে আজ বিক্রিত মানবতা,
অবহেলিত কত অভাগীর নালিশ।
হ্যাকারদের মায়াবী চাল থেকে
বাঁচতে চাই চেতনার বিকাশ।
চেতনা ছড়াক সমস্ত ভারতবর্ষ জুড়ে
জন্ম হোক বেকারত্ব হীন ভারত।
ধরনীর বুকে নতুন করে চেতনার জন্ম হোক।
সমস্ত বিচ্ছেদ মুছে যাক ভবিষ্যতের খাতায়।
ভালোবাসা জন্ম হোক প্রতিটি মানুষের মনের মনি কোঠায়।
অবিশ্বাসের বাতাবরণ সরে যাক,
বিশ্বাসের ভারত ভূমি উদ্ভাসিত হোক।
=======================
বিভূতি বিশ্বাস
চ্যাপলিন পল্লী বিবেকানন্দ রোড, পোঃ -রাজপুর, থানা-সোনারপুর, কলিকাতা -৭০০১৪৯

Comments
Post a Comment