ধস
অনিন্দ্য পাল
প্রাচীন সেই শরীর অথবা শিলা
অথবা মাটি
অথবা বলতে পার পাহাড় নেমে আসছে
নীচে নেমে আসছে খরস্রোতে
যাদেরকে ধারণ করেছিল সমস্ত শরীরে
তাদের সব ঠিকানা মুছে দিয়ে নেমে আসছে
যেন মায়ের কোলে ঝাঁপ দিয়ে পড়ছে
হামা টানা শিশু ...
পার্থক্য শুধু ইতিমধ্যে ওঠে না চুমুর শব্দ
অনুরণিত হয় তীব্র কান্না আর হাহাকার
কার ভুলে কার মিথ্যায় ধসে গেল
ভেসে গেল নিশ্চিন্ত পাহাড়ের সংসার ...
নেমে আসছে নদী
অসম্ভব খিদেয় গিলে নিচ্ছে গ্রাম, শহর, ব্রিজ
শিকড় ছিঁড়ে ভেসে আসছে সবুজের জনপদ
কেউ কি জানত না - আসছে এই ঘোর বিপদ?
পাথর ছুটে আসছে ভয়ঙ্কর রোষে
বাড়ি, গাড়ি, প্রাণ পিষে নেমে আসছে
কার কাছে? কাকে জানিয়ে দিতে চায়
নিজেকে প্রমাণ করার কার কাছে
আটকে আছে দায়?
==================
অনিন্দ্য পাল
গ্রাম -- জাফরপুর
পোঃ-- চম্পাহাটিি
পিন - ৭৪৩৩৩০
থানা -- সোনারপুর
জেলা -- দক্ষিণ চব্বিশ পরগনা
পশ্চিমবঙ্গ, ভারত
Comments
Post a Comment