কে কাকে খাওয়াচ্ছে
সুজিত চক্রবর্তী
মুখ তুলেই দাঁড়িয়েছিল সেই উট।
স্বভাবসিদ্ধ ভঙ্গী, গুরুগম্ভীর মুখে
একটা ঔদাসিন্য বিরাজ করছিল।
ওর পিঠে হাত রেখেছিল নবকুমার
নামের একটা লোক, যাকে পরিচিত
মানুষজন 'উটের মালিক' বলে ডাকে।
সৌম্য দর্শন যে বালকটি বাবার হাত
ধরে সেই মুহূর্তে চারদিকের প্রকৃতির
শোভা দেখতে দেখতে হেঁটে যাচ্ছিল
সে উট দেখে আর এগোতে চাইল না।
'সি' ফর ক্যামেলের কুঁজে হয়ত কিছু
অজানা রহস্যের গন্ধ পেয়েছিল সে।
শোনা যায়, নবকুমার মাঝেমধ্যেই তার
পরিচিত মানুষের কাছে বলে থাকে যে
মাগ্গিগন্ডার বাজারে নাকি উটের খোরাক
জোগাতে তাকে রোজ হিমশিম খেতে হয়।
বোবা উট কথা বলতে পারলে তার ছ্যাতলা
পড়া দাঁতে হেসে বলত, "কে কাকে খাওয়ায়!"
_____________
SUJIT CHAKRABORTY
NEW PANVEL (E)
NAVI MUMBAI.
PIN 410 206.
MAHARASHTRA
Comments
Post a Comment