মুহূর্ত
শামীম নওরোজ
মা বেগুন কাটছে। বাবার লবণ আনতে মনে নেই।
থলের ভেতর লাউয়ের ডগা লকলক করে হাসছে।
পুঁইয়ের ফল উঠোনে শৈশব গুনছে।
মা ডাকছেন। দিদি ছিবুড়ি খেলছে। দাদা স্নান করছে পুকুরের জলে।
জামবাটিভর্তি দুধের গল্প ঠাকুরদার সঙ্গে শ্মশানে ঘুমায়। ঠাকুরমার রূপার চামচ ঝুলে আছে চালের বাতায়।
মায়ের বেগুন কাটা শেষ। বাবার হাতে লবণের প্যাকেট।
বিস্বাদ হবার সম্ভাবনা এখন আর নেই।
-------------
শামীম নওরোজ
ঝর্ণা ভিলা,
বাড়ি নং : ২৭,
সাদাতিয়া সড়ক,
পাগলা কানাই,
ঝিনাইদহ : ৭৩০০.
বাংলাদেশ।

Comments
Post a Comment